দাউদ আরও বলিলেন, যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলেষ্টীয়ের হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। তখন শৌল দাউদকে বলিলেন, যাও, সদাপ্রভু তোমার সহবর্তী হইবেন। – ১ শমূয়েল ১৭:৩৭
সত্যি বলতে, আমাদের অনেকেই নেতিবাচক চিন্তাশীল ব্যক্তি হই যখন আমরা প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে পড়ি। কিন্তু কষ্টকর সময় থেকে বের হওয়ার জন্য, আপনাকে আপনার নেতিবাচক সকল চিন্তাকে ইতিবাচক চিন্তাতে পরিণত করতে হবে।
ঈশ্বর আপনাকে এক “সত্যের সফরে” নিয়ে যেতে চান, তাঁর বাক্য অধ্যায়নের মধ্য দিয়ে যা বিস্ময়কর ফল উৎপন্ন করে। এটি আপনাকে সাহায্য করবে নেতিবাচক চিন্তা পরিষ্কার করতে এবং আপনার পরিস্থিতিতে ইতিবাচক চিন্তা দেখতে সক্ষম হতে।
ইতিবাচক হল ক্ষমতাশালী হওয়া। ইতিবাচক হওয়ার একটি বড় অংশ হল কেবল আপনার অতীতের সাফল্য আপনাকে স্মরণ করানো।
দাউদ যখন সেই দৈত্য গলিয়াৎ-এর সম্মুখীন হয়েছিলেন, তিনি সেই সিংহ ও ভল্লুকের কথা স্মরণ করেছিলেন যাদের তিনি আগেই পরাজিত করেছিলেন এবং এটি তাঁকে তাঁর বর্তমান পরিস্থিতিতে সাহস যুগিয়েছিল।
আপনি যদি এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে এটি হয়ত আপনার প্রথম চ্যালেঞ্জের পরিস্থিতি নয়। আপনি আগেরটি থেকে উদ্ধার পেয়েছেন (এবং হয়ত তার মধ্য দিয়ে কিছু মূল্যবান শিক্ষা লাভ করেছেন) এবং আপনি এইটির থেকেও উদ্ধার পাবেন। দাউদের মতন, অতীতের সাফল্য স্মরণ করুন। তারপর বাক্যের কাছে যান এবং দেখুন ঈশ্বর কী বলছেন। সেরা দিনগুলি আসছে। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন!
প্রাথমিক প্রার্থনা
ঈশ্বর, কখনও কখনও আমার সম্মুখের পরিস্থিতি মনে হয় অসম্ভব, কিন্তু তুমি আমাকে অতীতে কঠিন সময়ের মধ্য দিয়ে উদ্ধার করে নিয়ে এসেছ এবং আমি জানি তুমি আবার করতে পারবে। আমাকে সাহায্য করো অতীতের সাফল্যকে স্মরণে করতে এবং আমার বর্তমান পরিস্থিতির বিষয় ইতিবাচক চিন্তা করতে।