এই সকল (দান, সাফল্য, সামর্থ্য) কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন; তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা (যথাযথভাবে) দিতে বাসনা করেন, তাহাকে তাহা দেন। -১ করিন্থীয় ১২:১১
আমাকে লোকে সব সময় জিজ্ঞাসা করে কেমন করে ঈশ্বরের দাওয়া দানগুলি আবিষ্কার এবং বৃদ্ধি করতে হয়। এখানে কয়েকটি উপকারী পদক্ষেপ দাওয়া হল যেগুলি আমি আবিষ্কার করেছিঃ
১। ঈশ্বর আপনাকে যে ক্ষমতা দিয়েছেন তার উপর মনোযোগ দিন। আপনার ক্ষমতার উপর মনোযোগী হলে আপনার জীবনে ঈশ্বরের যে আহ্বান আছে তা পূরণ করতে পারবেন।
২। আপনার দান অনুশীলন করুন। আপনি যা করতে ভালোবাসেন সেটি খুঁজে বের করুন ও সেটি ভালোভাবে করুন এবং বার বার করুন। জানতে চান কী হবে? নিজের আপনার সম্পর্কে ভালো অনুভূতি হবে কেননা আপনি পরাজিত বোধ করবেন না।
৩। আপনি অন্যদের থেকে ভিন্ন হতে সাহসী হোন। আপনি যে একজন অনন্য ব্যক্তি সেটি আলিঙ্গন করার পরিবর্তে আপনি যদি অন্যদের মত হতে চেষ্টা করেন তাহলে অসুখী হবেন।
৪। সমালোচনা সামলাতে শিখুন। আপনার জীবন তো খ্রীষ্টেতে সংলগ্ন, সুতরাং তাঁর প্রতি পরিপূর্ণ আস্থা রাখুন, যাতে কিনা আপনি অন্যদের কথা মন দিয়ে শুনতে পারেন এবং অহং বা দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে খোলা মনে সেগুলি গ্রহণ করতে পারেন। মোট কথা, আপনাকে তাদের দৃষ্টিভঙ্গীর সঙ্গে একমত হতে হবে বা তাদের অনুমোদন পেতে হবে।
ঈশ্বর তাঁর মহত্ত্ব আপনার মধ্যে স্থাপন করেছেন। আজ সেই দিন হোক যেদিন আপনি এক মহান দুঃসাহসিক কাজ শুরু করার জন্য পা বাড়াবেন এবং তিনি আপনাকে যে সকল দান দিয়েছেন সেগুলি ব্যবহার করবেন।
প্রাথমিক প্রার্থনা
ঈশ্বর, তুমি আমাকে যে সকল দান দিয়েছ সেগুলি আমি অনুশীলন এবং বিকাশ করতে চাই। তোমাকে অনুসরণ করতে এবং তুমি আমার মধ্যে যে দান এবং ক্ষমতা দিয়েছ সেগুলির বিকাশ করতে আমাকে সাহস দাও।