তোমাদের (পূর্ববর্তী) লজ্জার পরিবর্তে দ্বিগুণ অংশ হইবে; অপমানের পরিবর্তে লোকেরা আপন আপন অধিকারে আনন্দরব করিবে, তজ্জন্য আপনাদের দেশে দ্বিগুণ অংশ পাইবে (যাহা পূর্বে বাজেয়াপ্ত করা হয়েছিল); তাহাদের চিরস্থায়ী আহ্লাদ হইবে। – যিশাইয় ৬১:৭
আপনি কি কখনো বিস্মিত হয়েছেন এই ভেবে যে আদম এবং হবা পাপ করার আগে জীবন কেমন ছিল?
আদিপুস্তক ২:২৫ পদ আমাদের বলে যদিও এদন উদ্যানে আদম এবং হবা উলঙ্গ ছিল, তারা লজ্জিত হয়নি। আমি বিশ্বাস করি যে তারা কাপড় পরেনি ইঙ্গিত করার সঙ্গে এটিও সংযোজন করা যায়, এই পবিত্র শাস্ত্র আরও বোঝায় তারা নিজেদের মধ্যে সম্পূর্ণরূপে খোলা মনের এবং সৎ ছিল – মুখোশের পিছনে লুকাতো না, কোন খেলা খেলত না। তারা নিজেদের মধ্যে মুক্ত ছিল কেননা তাদের লজ্জার অনুভূতি ছিল না। তারা একবার যখন পাপ করল, তারা নিজেদের লুকালো (দ্রষ্টব্য আদিপুস্তক ৩:৬-৮)।
ক্রুশের উপরে যীশু যে কাজ করেছিলেন তা ব্যতীত, আমরা সকলকে দুর্বহ পাপের মধ্যে বাস করতে হতো। কিন্তু তাঁর উৎসর্গের কারণে, মানবজাতির সুযোগ হয়েছে একে অন্যের সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে নিখুঁত স্বাধীনতা উপভোগ করার।
দুর্ভাগ্যবশত, এখনও আমাদের অনেকেই লজ্জার বোঝা নিয়ে জীবনযাপন করছি, এমনকি যদিও ঈশ্বরের বাক্য আমাদের কাছে প্রতিজ্ঞা করে এবং আশ্বাস দেয় যে আমরা তার থেকে মুক্ত হতে পারি (দ্রষ্টব্য যিশাইয় ৬১:৭)।
ঈশ্বর আপনাকে আপনার লজ্জা থেকে মুক্ত করতে পারেন। তাঁর কাছে প্রার্থনা করুন এবং তাঁকে বলুন যেন তিনি আপনাকে লজ্জা থেকে মুক্ত করেন যা আপনার মধ্যে গড়ে উঠতে চেষ্টা করছে।
প্রাথমিক প্রার্থনা
সদাপ্রভু, আমি লজ্জা থেকে মুক্তি গ্রহণ করছি যা তুমি আমার জন্য ক্রুশে ক্রয় করেছ। আর লুকানো নয়, আর নিজেকে অপদার্থ মনে করা নয়। তুমি আমার পাপ মুছে দিয়েছ এবং এখন আমি স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই ও তোমার সম্মুখে খোলা মনে থাকতে চাই।