“আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন; তিনিই তোমার সহবর্তী থাকিবেন; তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না; ভয় করিও না, নিরাশ হইও না।” -দ্বিতীয় বিবরণ ৩১:৮
মানুষের মুখ্য সমস্যা হল বিষাদ এবং একাকীত্ব। দুটিই একসঙ্গে যায় কারণ বহু মানুষের একাকীত্বের কারণে বিষাদ হয়ে। আমাদের পরিচর্যা কাজে, আমাদের কাছে প্রায়ই প্রার্থনার অনুরোধ আসে সেই মানুষদের জন্য যারা একাকীত্ব নিয়ে কষ্ট পাচ্ছেন।
ঈশ্বরের বাক্য আমাদের স্পষ্ট বলে যে আমরা একা নই। তিনি চান আমাদের উদ্ধার করতে, সান্ত্বনা দিতে ও সুস্থ করতে। কিন্তু আপনি যখন আপনার জীবনে বেদনাদায়ক ক্ষতির সম্মুখীন হন, তখন এই সাধারণ সত্যটি হয়ত আপনার দৃষ্টির বাইরে চলে যেতে পারে।
শয়তান চান যেন আপনি বিশ্বাস করেন যে আপনি একা। সে বিশ্বাস করাতে চায় যে আপনার অনুভূতি কেউ উপলব্ধি করে না, কিন্তু সে একজন মিথ্যাবাদী। ঈশ্বর যেমন আপনার সঙ্গে আছেন এছাড়াও খ্রীষ্টেতে আপনার অনেক ভাই ও বোন উপলব্ধি করে আপনি কেমন মানসিক ও আবেগজনিত পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন (২ করিন্থীয় ১:৩-৪ পদ দেখুন)।
আপনি যা কিছু সম্মুখীন হোন না কেন, আপনি এখন একা নন এবং আপনি কখনও একা থাকবেন না।
আপনার যখন আঘাত আসবে এবং বিয়োগের কষ্ট আপনার হৃদয় চিরে ফেলবে তখন হয়ত আপনি বিশেষ কিছু বুঝতে পারবেন না, কিন্তু এই একটি সত্যকে জানতে ও ধরে রাখতে হবেঃ ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য তিনি এক উত্তম ভবিষ্যৎ রেখেছেন। তাঁতে আশা রাখুন ও তাঁকে বিশ্বাস করুন যেন তিনি আপনার শোক আনন্দে পরিণত করেন (যিশাইয় ৬১:১-৩ পদ দেখুন)।
প্রাথমিক প্রার্থনা
ঈশ্বর, আমার বিষাদ এবং একাকীত্বে আমি সব সময় সত্যকে দেখতে পাই না, কিন্তু আমি জানি তুমি আমাকে কখনও ত্যাগ করবে না। আমাকে স্মরণে রাখতে সাহায্য কর যে তুমি নিকটে এবং আমাকে খ্রীষ্টিয়ানদের সঙ্গে বন্ধুত্ব করতে দাও যারা তোমাকে আরও অন্বেষণ করতে আমাকে উৎসাহিত করবে।