কেবল আপনার জন্য ঈশ্বরের এক মহান পরিকল্পনা আছে

কেবল আপনার জন্য ঈশ্বরের এক মহান পরিকল্পনা আছে

প্রত্যেক জন নিজ নিজ কর্মের পরীক্ষা করুক, তাহা হইলে সে কেবল আপনার কাছে শ্লাঘা করিবার হেতু পাইবে, অপরের কাছে নয়। -গালাতীয় ৬:৪

অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করা থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন, কারণ ঈশ্বর চান না আমরা হতাশ হই এবং যে আশীর্বাদ তিনি আমাদের দিতে ইচ্ছুক সেগুলির জন্য নিজেরা অযোগ্য বলে মনে না করি।

নিজেদের জীবনের সঙ্গে অন্যদের জীবনের তুলনা করা অন্যায্য – তাদের কাছে এবং আমাদের কাছে। এটি তাদের কাছে অন্যায্য কারণ আমরা যদি হিংসা করি যে তাদের কী আছে, তারা কী জানে, তাদের কেমন দেখতে, ইত্যাদি, আমরা তাদের ক্ষতিকর বলে মনে করি। তখন ঈশ্বর তাদের যে অপূর্ব মানুষ করে সৃষ্টি করেছেন আমরা আর তাদের উচ্চ মর্যাদা দিতে পারব না।

আমাদের জন্য এটি অন্যায্য কারণ এতে আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা সীমাবদ্ধ হয়ে যায়। তুলনা ঈশ্বরকে বলে, “আমি চাই তুমি আমার জীবনে তোমার কাজ এর মধ্যে সীমাবদ্ধ রাখ এর বেশি নয়। আমি কেবল এই অন্য মানুষটির মতন হতে চাই।”

কিন্তু আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের আলাদা আলাদা পরিকল্পনা আছে। আপনার জন্য তাঁর পরিকল্পনা আপনি সম্ভবত কল্পনা করতে পারবেন না। অন্যের জন্য তাঁর পরিকল্পনা প্রতি দেখা বন্ধ করুন যেন আপনার জন্য তাঁর পরিকল্পনার পথে আপনি হাঁটতে পারেন এবং যে আশীর্বাদ সেগুলি নিয়ে আসবে তা গ্রহণ করতে পারেন।

প্রাথমিক প্রার্থনা

পবিত্র আত্মা, ন্যায্যভাবে আমার হৃদয়কে অনুসন্ধান করতে আমাকে সাহায্য করো এবং অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার জন্য যে হিংসা, বিরক্তি অথবা হতাশা আমার মধ্যে বেড়ে উঠেছে তা প্রকাশ করে দাও। তুমি যা চাও আমি কেমন হব তেমনই আমি হতে চাই এবং তুমি যে জীবন আমার জন্য রেখেছ সেই জীবনই যাপন করতে চাই।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon