তাঁর ভালোবাসায় অবস্থান করুন

তাঁর ভালোবাসায় অবস্থান করুন

আর ঈশ্বরের যে প্রেম আমাদিগেতে আছে, তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম; আর প্রেমে যে থাকে, সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। -১ যোহন ৪:১৬

প্রথম যোহন ৪:১৬ পদ গুরুত্ব দিয়েছে যে আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। আমরা কী বলছি তা না বুঝেই খুব সহজেই এটি বলা যায় “ঈশ্বর আমাকে ভালোবাসেন”। তাঁর ভালোবাসা সম্বন্ধে জ্ঞান কেবল কিছু বাইবেলের সত্য নয় যেগুলি আমরা বুঝতে পারি কিন্তু আমাদের জীবনের এক বাস্তব সত্য।

এই পদটি বলে, ঈশ্বর প্রেম; আর প্রেমে যে থাকে, সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকে।

এই পদে থাকা-র অর্থ “বাস করা।” এটি পরিদর্শন না; এটি বোঝায় স্থিত হওয়া।

ঈশ্বরের ভালোবাসা কেবলমাত্র মুখস্থ করার সত্য কিংবা দ্রুত অনুভূতি নয়। তাঁর ভালোবাসা হল এখানে অবস্থান করার জন্য। এটি কেবল ভালো সময়ে থাকে না এবং খারাপ সময়ে চলে যায় না; ঈশ্বরের ভালোবাসা সর্বদা থাকে, সেই জন্য আমরাও যেন তাঁর ভালোবাসায় থাকি।

প্রত্যেকে খ্রীষ্টিয় পরিপক্কতায় বৃহত্তর ফসল ছেদন করতে পারি যখন আমরা ঈশ্বরের ভালবাসার সঙ্গে সংযুক্ত থাকি। আপনি যখন আপনার প্রতি ঈশ্বরের যে অপূর্ব ভালোবাসা তাতে অবস্থান করেন তখন আপনি কঠিন সময়েও বৃদ্ধি পাবেন।

প্রাথমিক প্রার্থনা

ঈশ্বর, আমার ইচ্ছা যে আমার প্রতি তোমার যে ভালোবাসা আছে তাতে অবস্থান করব। কত বিষয়ের পরিবর্তন হয়, কিন্তু তোমার ভালোবাসা কখনও ছেড়ে যায় না, সেই জন্য আমি তোমার অপূর্ব ভালোবাসায় সংযুক্ত থাকতে মনোনীত করছি।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon