… যুবকেরা, তোমাদিগকে লিখিলাম, কারণ তোমরা বলবান এবং ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে (সর্বদা) বাস করে, আর তোমরা সেই পাপাত্মাকে জয় করিয়াছ। -১ যোহন ২:১৪
আপনি যদি ভাবছেন কেন সর্বদা মনে হয় আপনি কিছুর অধীন – একের পর এক সমস্যার সম্মুখীন – এবং আপনার জীবনে জয় আসে না, আপনাকে হয়ত বাক্যের সঙ্গে আরও সময় ব্যয় করতে হতে পারে।
বহু বিশ্বাসী প্রতি সপ্তাহে মণ্ডলীতে যায় কারো কাছ থেকে বাক্যের প্রচার শুনতে যা তাদের উদ্দেশে বলা হয়, কিন্তু তারা নিজেরা বাক্য জানে না। আপনি যদি বিজয়ীর জীবনযাপন করতে চান, আপনার দৈনন্দিন জীবনে ঈশ্বরের বাক্যকে অগ্রাধিকার দিন। বাস্তবে বলা যায়, আপনি যখন সকালে প্রস্তুত হচ্ছেন তখন বাক্য স্বীকার করুন কিংবা প্রচার শুনুন কিংবা কাজে যাওয়ার সময় সংগীতের মাধ্যমে আরাধনা করুন। মধ্যাহ্নভোজের সময় বাক্য পড়তে অথবা বাইরে হেটে প্রার্থনা করতে আপনার হয়ত ইচ্ছা হতে পারে।
এগুলি কেবল কয়েকটি ধারণা যার দ্বারা আপনি ঈশ্বরের বাক্যকে আপনার জীবনে একীভূত করতে পারেন। আপনার জন্য যেটি উত্তম সেটি আপনি করুন যেন আপনি নিশ্চিত হয়ে অনবরত, নিয়মিতভাবে তাঁর সত্যকে অন্বেষণ করতে পারেন। তাঁর বাক্যকে অগ্রাধিকার দিলে তা আপনার জীবন পরিবর্তন করবে।
প্রাথমিক প্রার্থনা
প্রভু, আমার জীবনে আমি তোমার বাক্যকে একীভূত করতে চাই। আমি চাই না যে কেউ একজন সপ্তাহে একবার আমাকে তোমার বাক্য বলবে, আমি তা নিজেই জানতে চাই। আমাকে পরিচালনা করো এবং পন্থা দেখিয়ে দাও যার দ্বারা আমি তোমার বাক্যকে ধারাবাহিকভাবে অন্বেষণ করতে পারব।