পবিত্র আত্মার প্রমাণ

পবিত্র আত্মার প্রমাণ

…তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন। – প্রেরিত ৪:৩১

অনেক অসুখী পুনর্জন্মপ্রাপ্ত, আত্মায় পূর্ণ মানুষ আছে যারা জানে না ঈশ্বরের আত্মায় পূর্ণ হয়ে প্রতিদিন তাঁকে স্বীকার করা এবং তাঁর পথ অনুসরণ করা কেমন। পবিত্র আত্মা তাদের মধ্যে আছেন, কিন্তু তারা তাদের দৈনন্দিনের জীবনে তাঁর প্রমাণ প্রকাশ করে না।

একটি গেলাস সম্পূর্ণ ভর্তি না করেও ভর্তি করা সম্ভব। তেমনই আমরা যখন পুনর্জন্মপ্রাপ্ত হই আমাদের মধ্যে পবিত্র আত্মা বাস করেন, কিন্তু আমরা সম্পূর্ণ ভর্তি নাও হতে পারি এবং তাঁর শক্তির প্রকাশ আমাদের জীবনে নাও থাকতে পারে।

প্রেরিত ৪:৩১ পদ বলে যখন লোকেরা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল, তারা ঈশ্বরের বাক্য স্বাধীনভাবে, লজ্জা না করে এবং সাহসের সঙ্গে বলেছিল। মানুষ যখন তাদের দৈনন্দিন জীবনে তাঁকে পরিত্যাগ করে এবং তাঁকে তৃপ্ত করার চেষ্টায় ধর্মীয় সূত্র অনুসরণ করে তখন ঈশ্বর সন্তুষ্ট হন না। পরিবর্তে, তিনি চান যেন আমরা আত্মায় পূর্ণ হয়ে স্বাধীনভাবে, লজ্জা না করে এবং সাহসের সঙ্গে জীবনযাপন করি। আমি আপনাকে অনুরোধ করছি যেন আপনি আপনার জীবনের প্রতি ক্ষেত্রে পবিত্র আত্মার শক্তির মাধ্যমে ঈশ্বরকে স্বাধীনভাবে কাজ করতে দেন।

প্রাথমিক প্রার্থনাঈশ্বর,

আমি প্রতিদিন পবিত্র আত্মায় পূর্ণ হতে চাই। আমার জীবনের প্রত্যেক দিন পবিত্র আত্মার মাধ্যমে   আমাকে স্বাধীনভাবে, লজ্জা না করে এবং সাহসের সঙ্গে জীবনযাপন করতে সাহায্য করো।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon