প্রান্তরের মানসিকতার উপর জয়লাভ

প্রান্তরের মানসিকতার উপর জয়লাভ

আমাদের ঈশ্বর সদাপ্রভু হোরেবে আমাদিগকে বলিয়াছিলেন, তোমরা এই পর্বতে অনেক দিন অবস্থিতি করিয়াছ। – দ্বিতীয় বিবরণ ১:৬

ইস্রায়েলীয়রা চল্লিশ বছর প্রান্তরে ঘুরে বেড়িয়েছিল যেখানে আসল যাত্রা ছিল এগারো দিনের। কেন?

একবার, আমি যখন এই পরিস্থিতির বিষয় চিন্তা করছিলাম, সদাপ্রভু আমাকে বলেছিলেন, “ইস্রায়েলীয়রা এগিয়ে যেতে পারছিল না কেননা তাদের প্রান্তরের মানসিকতা ছিল।” ইস্রায়েলীয়দের জীবনে ইতিবাচক দর্শন ছিল না – কোন স্বপ্ন ছিল না। তাদের প্রয়োজন ছিল সেই মানসিকতা ত্যাগ করা এবং ঈশ্বরকে বিশ্বাস করা।

আমাদের সত্যিই অবাক হয়ে ইস্রায়েলীয়দের দেখা উচিত নয় কেননা আমাদের অনেকেই একই জিনিস করি যা তারা করেছিল। আমরা এগিয়ে যাওয়ার পরিবর্তে একই পর্বতের চারিদিকে ঘুরে বেড়াই এবং যেগুলি দ্রুত মোকাবিলা করা যায় সেগুলি বছরের পর বছর লেগে যাচ্ছে জয়ের অভিজ্ঞতা লাভ করতে।

আমাদের এক নতুন মানসিকতার প্রয়োজন। আমাদের বিশ্বাস করতে শুরু করা প্রয়োজন যে ঈশ্বরের বাক্য সত্য। মথি ১৯:২৬ আমাদের বলে যে ঈশ্বরের কাছে সকলই সম্ভব। তাঁর উপর আমাদের বিশ্বাসই তাঁর কেবল প্রয়োজন। তিনি চান আমরা যেন বিশ্বাস করি এবং তিনি পরবর্তী কাজ করবেন।

সদাপ্রভু একই কথা আপনাকে ও আমাকে বলছেন যা তিনি ইস্রায়েল সন্তানদের বলেছিলেন, তোমরা এই পর্বতে অনেক দিন অবস্থিতি করিয়াছ। এখন আমাদের এগিয়ে যাওয়ার সময়!

প্রাথমিক প্রার্থনা

ঈশ্বর, আমি আমার জীবনের একই পুরাতন পর্বতগুলির চারিদিকে ঘুরে যথেষ্ট সময় ব্যয় করেছি। তোমাকে নিয়ে, আমি জানি আমি এগিয়ে যেতে পারি সেই কারণে আমি তোমার উপর আমার বিশ্বাস রাখছি এবং আমার প্রান্তরের মানসিকতা ত্যাগ করছি।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon