… তিনিই তাহাদের অপরাধ সকল বহন করিবেন (সদাপ্রভু বলেন, পরিণতি সহ)। -যিশাইয় ৫৩:১১
আমাদের অনেকের ক্ষেত্রে, আমাদের সব থেকে বড় সমস্যা হল আমরা নিজেদের ভালোবাসি না এবং ঈশ্বর যে আমাদের ভালোবাসতে পারেন তা আমাদের বিকৃত দৃষ্টিভঙ্গির কারণে বিশ্বাস করা কঠিন হয়ে যায়।
বহু বৎসর ধরে আমি এই সমস্যা নিয়ে যন্ত্রণা পেয়েছি। আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টায় নিজের অন্তত ৭৫ শতাংশ সময় ব্যয় করেছি, কিন্তু কার্যত আমি নিজেকে পীড়ন করেছি যখন শয়তান প্রতিনিয়ত আমাকে মনে করিয়েছে যে আমি দোষী। আমার কখনও মনে হয়নি যথেষ্ট ভালো।
যিশাইয় ৫৩ অধ্যায় আমাদের বলে যে যীশু আমাদের পাপের জন্য মরেছেন, তিনি আমাদের দোষ তুলে নিয়েছেন। তিনি আমাদের এতো ভালোবাসেন যে তিনি মূল্য দিয়েছেন যেন দণ্ডাজ্ঞার
ভয়ানক অনুভূতির জন্য আমরা কষ্ট না পাই। আমরা যদি ঈশ্বরের কাছে যাই এবং অকপটভাবে তাঁকে বলি আমাদের ক্ষমা করতে, তিনি ক্ষমা করেন, সেই জন্য দণ্ডাজ্ঞা নিয়ে জীবনযাপন করার কোন কারণ নেই।
ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং তিনি চান যেন সর্বদা আপনি সেই কথা বিশ্বাস করেন ও গ্রহণ করেন। তিনি আরও চান যেন আপনি দোষ এবং দণ্ডাজ্ঞা থেকে মুক্ত থাকেন। ঈশ্বর বলেন তুমি যথেষ্ট ভালো। আজ সেটি গ্রহণ করুন এবং বিজয়ী জীবনযাপন করুন।
প্রাথমিক প্রার্থনা
ঈশ্বর, তোমার পুত্র আমার দোষ ও শাস্তি নিয়ে নিয়েছেন এবং খ্রীষ্টে, আমি যথেষ্ট ভালো। আমি আজ সেটি বিশ্বাস করছি এবং দোষ ও দণ্ডাজ্ঞার বোঝা নিয়ে জীবনযাপন করতে অস্বীকার করছি। তোমার কাছে আমি আমার পাপের ক্ষমা চাইছি এবং সেই ক্ষমা গ্রহণ করছি।