“হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত; তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার যোঁয়ালি সহজ ও আমার ভার লঘু।” – মথি ১১:২৮-৩০
সদাপ্রভুর সঙ্গে আমার চলার পুরানো দিনগুলিতে, আমি খুব উদ্যমী ছিলাম এবং তাঁর পরিচর্যা করার জন্য আগ্রহী ছিলাম, সেই কারণে আমি সব কিছুর জন্য চুক্তিবদ্ধ হতাম এমনকি যেগুলিতে আমার কোন আগ্রহ থাকত না। সেগুলির একটি পরিণাম হয়েছিল যে আমি দ্রুত আবিষ্কার করেছিলাম আমি কীসের জন্য অভিষিক্ত।
আমার ব্যস্ত জীবনের জন্য, আমি নিয়মিতভাবে ঈশ্বরের সঙ্গে সময় অতিবাহিত করছিলাম না। আমি ঈশ্বরের জন্য ভালো কাজ করছিলাম, কিন্তু এই প্রক্রিয়ায় তাঁকে একরকম উপেক্ষা করছিলাম। তার ফলে, আমি প্রায়ই হতাশ বোধ করে সময় কাটাতাম কারণ আমি মাংসের কাজ করছিলাম।
আমাদের মধ্যে যে ঈশ্বরের শক্তি আছে তা ব্যাতিরেকে আমরা যা করি সেটিই হল “মাংসের কাজ”। সেগুলি কঠিন, সেগুলি আমাদের ক্লান্ত করে এবং সেগুলি কোন আনন্দ ও পূর্ণতা উৎপাদন করে না। সেগুলি প্রায়ই ভালো বিষয়, কিন্তু “ঈশ্বরের বিষয়” নয়।
মানুষ ধর্মীয় কার্যকলাপে আক্ষরিক ভাবে ক্লান্ত হতে পারে যখন তারা নিজেদের শক্তিতে ঈশ্বরের পরিচর্যা করার চেষ্টা করে। কিন্তু যীশু আমাদের জন্য মরেননি যেন আমরা অবিরাম কাজ করি…তিনি মরেছিলেন যেন আমরা তাঁর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে এক হই, যেন আমরা ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র এবং ঈশ্বর পবিত্র আত্মার সঙ্গে এক নিবিড় ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে পারি।
আপনার কি আজ ঈশ্বরের সঙ্গে বিশ্বস্তভাবে থাকার জন্য মাংসের কিছু কাজ ত্যাগ করা প্রয়োজন?
প্রাথমিক প্রার্থনা
সদাপ্রভু, আমি উপলব্ধি করছি যে ভালো কাজ করার পরিবর্তে তোমাকে প্রকৃত জানার কোন বিকল্প নেই। তোমাতে বিশ্রাম পেতে আমাকে সাহায্য করো যখন আমি তোমার সঙ্গে বেশি সময় অতিবাহিত করার জন্য নিরর্থক কার্যকলাপ একপাশে রেখে দিই।