দৃঢ়তায় চলুন

দৃঢ়তায় চলুন

…(আপোষহীন) ধার্মিকগণ সিংহের ন্যায় সাহসী। – হিতোপদেশ ২৮:১

কিছু মানুষ সাহসের সঙ্গে থাকে, অপরদিকে অন্যেরা ঈশ্বরের সন্তান হয়েও সাহসিকতায় জীবনযাপন করতে সংগ্রাম করে। আমার সেই সমস্যা ছিল যতক্ষণ পর্যন্ত না ঈশ্বর আমাকে কিছু গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় দেখালেন যেগুলি আমাকে সাহসিকতার সঙ্গে জীবনযাপন করতে সাহায্য করেছিল এবং আমি সেগুলি আপনাকে জানাতে চাই।

১। ভীতিতে জীবনযাপন করতে অস্বীকার করুন। ভয় হল আমাদের সমাজের এক মহামারি। ইব্রীয় ১০:৩৮ পদে বাইবেল আমাদের নির্দেশ দেয় বিশ্বাসে বাঁচো এবং ভয়ে পিছিয়ে যেও না।

২। অকৃতকার্যতা পিছনে রেখে দিন। আপনি ব্যর্থ নন কারণ আপনি নতুন বিষয় চেষ্টা করেন এবং সেগুলি কাজ করে না। আপনি ব্যর্থ হন কেবল যখন আপনি চেষ্টা করা বন্ধ করে দেন। ভুল করার ক্ষেত্রে ভয় পাবেন না, আর আপনি যদি ভীত হন, দ্রুত নিজেকে সামলে নিন এবং আবার চেষ্টা করুন।

৩। তুলনা করবেন না। আপনি যতক্ষণ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন ততক্ষণ সাহসিকতা অসম্ভব হবে। সাহসিকতা আসে যখন আপনি যেমন সেটিই গ্রহণ করেন এবং সেরা হতে চেষ্টা করেন।

৪। পদক্ষেপ গ্রহণ করতে আগ্রহী হোন। আপনার হৃদয় অনুসন্ধান করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন ঈশ্বর আপনাকে কী করাতে চান বলে বিশ্বাস করেন।

এই চারটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলি নিয়ে প্রার্থনা করুন এবং পবিত্র আত্মাকে বলুন আপনাকে সাহায্য করতে যেন আপনি সেই ভাবে জীবনযাপন করতে পারেন। খ্রীষ্টেতে, এবং তাঁর অনুগ্রহে, আপনার আস্থা হবে ও সাহসিকতায় পূর্ণ হবেন।

প্রাথমিক প্রার্থনা

পবিত্র আত্মা, আমি সাহসিকতা যাঞ্চা করি যেটি আমাকে বর্ণনা করার যেন একটি বৈশিষ্ট হয়। এই চারটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলি পালন করতে তুমি আমাকে সাহায্য করো।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon