অনুগ্রহকে বুঝুন, বিশ্বাসে চলুন

অনুগ্রহকে বুঝুন, বিশ্বাসে চলুন

কেননা অনুগ্রহেই (ঈশ্বরের অনুচিত দয়া), বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ (বিচার থেকে নিষ্কৃত এবং ঈশ্বরের পরিত্রাণের সহভাগী); এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। – ইফিষীয় ২:৮

আমাদের অনেকেই অবগত আছি যে আমরা অনুগ্রহ দ্বারা রক্ষা পেয়েছি, কিন্তু আমি অবাক হয়ে চিন্তা করি যে কত জন মানুষ ঈশ্বরের অনুগ্রহের ক্ষমতার বিষয় সত্যিই বুঝতে পারে। আমরা যা কিছু ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত হই তা বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহে আসতে হবে। অতএব আপনি যখন অনুগ্রহ বুঝতে পারবেন, আপনি বিশ্বাসে চলতে পারবেন এবং ঈশ্বরের আশীর্বাদ পাবেন।

ঈশ্বরের অনুগ্রহ জটিল কিংবা বিভ্রান্তিকর নয়। এটি সহজ, এবং সেই কারণে অনেক মানুষ খেয়াল করে না। অনুগ্রহের থেকে কিছুই বেশি শক্তিশালী নয়। বাইবেলে সব কিছু – পরিত্রাণ, পবিত্র আত্মায় পূর্ণ হওয়া, ঈশ্বরের সঙ্গে সহভাগিতা এবং আমাদের প্রতিদিনের জীবনে বিজয়ী – এটির উপর নির্ভরশীল। অনুগ্রহ ব্যতিরেকে, আমরা কিছুই না, আমাদের কিছুই নেই, আমরা কিছুই করতে পারি না।

আজ, কেবল অনুগ্রহের বিষয় শুনবেন না, কিন্তু বুঝতে হবে যে আমাদের জীবনে সব কিছু আমাদের যোগ্যতা অথবা ক্ষমতা অথবা কাজের উপর নির্ভর করে না, কিন্তু ঈশ্বরের ইচ্ছার উপরে যেন তিনি তাঁর অসীম ক্ষমতা ব্যবহার করে আমাদের প্রয়োজন পূরণ করেন। এটিই অনুগ্রহ।

আজ সেই সত্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন এবং আপনার বিশ্বাসের বৃদ্ধি দেখুন।

প্রাথমিক প্রার্থনা

ঈশ্বর, আমি অনুগ্রহের প্রকৃত ক্ষমতার বিষয় না বুঝে তোমার অনুগ্রহের বিষয় কেবল শুনতে চাই না। আমাকে বুঝতে সাহায্য করো যে তোমার অনুগ্রহ কত অপূর্ব যেন তোমাতে আমার বিশ্বাস বৃদ্ধি পেতে পারে।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon