আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ

আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ

তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে, ছলনা বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখ। – গীতসংহিতা ৩৪:১৩

ঈশ্বরকে গৌরব দেওয়ার একটি গুরুত্বপূর্ণ চাবি হল জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। গীতসংহিতা ৫০:২৩ পদ বলে, যে ব্যক্তি স্তবের উৎসর্গ করে, সেই আমার গৌরব করে…।

কী হবে যদি আপনি প্রত্যেক দিন আপনার মুখ ঈশ্বরকে দেন যেন কেবল ঈশ্বরীয় বাক্য আপনার জিহ্বা থেকে বের হয়? আর আমি কেবল আপনার শান্ত সময়ে ঈশ্বরের প্রশংসা এবং ধন্যবাদ করা, অথবা ইতিবাচক কথা বলা, নিজের উপর উৎসাহজনক কথা বলা, সেই কথা বলছি না। আপনার সম্পর্কের স্বাস্থ্য নির্ভর করে আপনি কেমন করে কথা বলেন, তাদের উপরে এবং অন্যদের সম্পর্কে।

গীতসংহিতা ৩৪:১৩ পদ বলে, তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে, ছলনা বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখ। আপনি কি অন্যদের কাছে মিথ্যা কথা বলেন? আপনি কি তাদের অপমান করেন কিংবা তাদের বিষয় মন্দ কথা বলেন? অথবা আপনি কি উৎসাহজনক কথা বলেন, জীবনদায়ী বাক্য যা যাদের সঙ্গে আপনার সাক্ষাৎ হয় তাদের আনন্দ দেয়?

আপনার মুখ ঈশ্বরের কাছে উৎসর্গ করুন এবং কেবল তা-ই করুন যা তাঁকে সন্তুষ্ট করে – প্রশংসা ও আরাধনা, নৈতিক উন্নতিসাধন ও উৎসাহদান, এবং ধন্যবাদ দেওয়া। প্রতিদিন সকালে আপনার জিহ্বা বেদির উপরে রাখুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করার পূর্বে আপনার মুখ তাঁর কাছে দিন – হে প্রভু, আমার ওষ্ঠাধর খুলিয়া দাও, আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে (গীতসংহিতা ৫১:১৫)।

প্রাথমিক প্রার্থনা

প্রভু, আমার জিহ্বা খুলে দাও এবং আমার মুখ তোমার প্রশংসা করবে ও ধন্যবাদ দেবে। আমাকে সাহায্য করো যেন আমার চারিদিকে যারা আছে তাদের কাছে আমার বাক্য আনন্দ ও জীবন দিতে পারে এবং যেন তোমার প্রশংসা ও গৌরব করে।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon