আপনার সব কিছু ঈশ্বরকে দেওয়া

আপনার সব কিছু ঈশ্বরকে দেওয়া

তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে, আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমমাংশে; তাহাতে তোমার গোলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে, তোমার কুণ্ডে নূতন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে। – হিতোপদেশ ৩:৯-১০

অনেক মানুষ ঈশ্বরের কাছ থেকে গ্রহণ করতে চায়, কিন্তু তারা নিজেদের সম্পূর্ণভাবে তাঁকে দিতে সম্মত হয় না। সত্যটি হল, আমাদের জন্য এটি মঙ্গলজনক যেন আমরা আমাদের জীবন এবং আমাদের হৃদয়ের অবস্থা ঘনঘন মূল্যায়ন করি নিজেদের সাহায্য করতে যেন ঈশ্বরের প্রতি মনোযোগী হই, দান করার উদ্দেশে এবং সেই সকল কাজ করতে যা তিনি আমাদের অন্তরে স্থাপন করেছেন। আর সময় আসবে যখন আমাদের নতুন অঙ্গীকার করা প্রয়োজন যেন আমরা দানকারী হই এবং নিজেদের সদাপ্রভুর কাজের জন্য বিনিয়োগ করি, আমাদের সময় ও আমাদের অর্থ দিই।

শয়তানকে বুঝাতে সুযোগ দেবেন না আপনার মনে ভীতিজনক চিন্তা দিতে। যীশু আমাদের প্রেরণা দিচ্ছেন কোন বিষয় চিন্তিত বা উদ্বিগ্ন না হতে কেননা ঈশ্বর আমাদের প্রয়োজন জানেন এবং আমাদের যত্ন নেওয়ার প্রতিজ্ঞা করেছেন (দ্রষ্টব্য মথি ৬:২৫-৩৪)।

হিতোপদেশ ৩:৯-১০ পদ বলে, তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে, আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমমাংশে; তাহাতে তোমার গোলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে, তোমার কুণ্ডে নূতন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে। আপনি যখন ঈশ্বরকে সব কিছু দেবেন, তিনি বিশ্বস্ত হয়ে আপনার যত্ন নেবেন।

আপনি নিজেকে ঈশ্বরকে দিন। আপনি যা কিছু আছেন সবই তাঁকে দিন, যা কিছু আপনি হতে আশা করেন, আপনার সমস্ত স্বপ্ন, দর্শন, আশা এবং আকাঙ্ক্ষা। তাঁকে আপনার সব কিছু করুন এবং তিনি আপনার জীবনের মাধ্যমে তাঁর শক্তি প্রদর্শন করবেন।

প্রাথমিক প্রার্থনা

ঈশ্বর, আজ আমি আমার সব কিছু তোমাকে দিচ্ছি – আমার হাত, আমার মুখ, আমার মন, আমার শরীর, আমার অর্থ এবং আমার সময়। আমার যা কিছু আছে তা সবই তোমার। আমি আজ তোমার ইচ্ছা অনুসারে কাজ করতে চাই।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon