
কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন (যাদের সম্বন্ধে তিনি পূর্বে অবগত ছিলেন), তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিলেন (তাহাদিগকে পূর্বে অভিষেক করিলেন এবং তাঁর অন্তরের সাদৃশ্য করিলেন); যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথমজাত হন। -রোমীয় ৮:২৯
যীশু পৃথিবীতে এসেছিলেন যেন তিনি আমাদের জন্য এক নিখুঁত, নিষ্পাপ উৎসর্গ হন কেননা আমাদের স্বাভাবিক ক্ষেত্রে নিখুঁত হওয়ার ক্ষমতা নেই। তাঁর উৎসর্গের কারণে, আমরা প্রতিদিন যীশুর মতন হতে পারি এবং আমরা আমাদের আত্মিক ঐতিহ্য পেতে পারি যখন আমরা যীশুর মতন জীবনযাপন করব।
এখন, যীশুর মতন ধার্মিকতায় জীবনযাপন করা রাতারাতি হতে পারে না এবং আমরা সকলেই হোঁচট খাই। তৎসত্ত্বেও, আমরা যদি নিখুঁত হতাম, আমাদের পরিত্রাতাকে প্রয়োজন হতো না! এখনো, আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা থাকতে হবে যেন আমরা আমাদের আত্মিক ঐতিহ্যকে পূরণ এবং উপভোগ করি। ঈশ্বরকে বিশ্বাস করতেও আমাদের শিখতে হবে, এই জেনে যে তিনি তাঁর নিজের পুত্র, যীশু খ্রীষ্টের সাদৃশ্যে আমাদের বিকশিত করবেন।
ইফিষীয় ১:১১-১২ বলে, তাহাতেই…অধিকারস্বরূপ হইয়াছি…উদ্দেশ্য এই, পূর্ব হইতে খ্রীষ্টে প্রত্যাশা করিয়াছি যে আমরা (যিনি প্রথমে তাঁর উপর আমাদের আস্থা নির্দিষ্ট করে নিরূপিত করিয়াছেন), আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা হয়!
আপনার উত্তরাধিকার আছে এবং ঈশ্বর চান যেন আপনি এই জেনে শান্তি ও নিরাপত্তায় জীবনযাপন করতে পারেন যে আপনি কে এবং আপনি কার।
আপনি কি ঈশ্বরকে বিশ্বাস করবেন এবং প্রত্যেক দিন আপনাকে পরিবর্তন করার সুযোগ তাঁকে দেবেন, যেন তিনি আপনাকে আরও তাঁর পুত্রের সাদৃশ্যে তৈরি করতে পারেন?
প্রাথমিক প্রার্থনা
প্রভু, আমি যীশুতে আমার আত্মিক ঐতিহ্যের জন্য ধন্যবাদ। আমি তোমাকে বিশ্বাস করি, এই জেনে যে তুমি আমাকে তোমার পুত্রের সাদৃশ্যে এক এক দিন করে গড়ে তুলতে পারো।