ঈশ্বরকে “কেবল সঙ্কট”-এর বাক্স থেকে বের করুন

ঈশ্বরকে "কেবল সঙ্কট"-এর বাক্স থেকে বের করুন

তোমরা কি জান না যে, তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? – ১ করিন্থীয় ৩:১৬

আমি ঈশ্বরের সঙ্গে মাঝে মাঝে সময় অতিবাহিত করতাম অথবা যখন আমার জীবনে বড় সমস্যায় হতো। অবশেষে আমি শিখলাম যদি আমি জীবনের একটি সঙ্কট থেকে পরেরটি পর্যন্ত না থাকতে চাই, আমাকে প্রত্যেক দিন ঈশ্বরকে এমনভাবে অনুসন্ধান করতে হবে যেন তাঁকে আমার প্রচণ্ড প্রয়োজন।

এটি সত্য যে ঈশ্বর আমাদের সর্বদা সাহায্য করতে চান যখন আমরা তাঁর কাছে আসি। কিন্তু আমরা যদি সর্বদা জয়ী হতে চাই, আমাদের ঈশ্বরকে “কেবল সঙ্কট”-এর বাক্স থেকে বের করা এবং তাঁকে আমাদের দৈনন্দিন জীবনে আহ্বান করা প্রয়োজন।

ঈশ্বর চান আমরা যেন তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করি। তিনি আমাদের মধ্যে বাস করার মাধ্যমে এই সত্যটি প্রমাণ করেন।

যীশু যখন ক্রুশে মারা গিয়েছিলেন, তিনি আমাদের জন্য একটি পথ খুলে দিয়েছিলেন যেন আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়তে পারি। ঈশ্বর যদি এক “কেবল সঙ্কট”-এর সম্পর্ক চাইতেন, তিনি কেবল বিশেষ সময়ে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতেন, কিন্তু তিনি তাহলে নিশ্চত করে স্থায়ীরূপে আমাদের মধ্যে বাস করতেন না।

কী অসাধারণ এক চিন্তাধারা! ঈশ্বর আপনার ব্যক্তিগত বন্ধু! আপনি কি তাঁকে আজ “কেবল সঙ্কট”-এর বাক্স থেকে অপসরণ করবেন?

প্রাথমিক প্রার্থনাপ্রভু,

আমি জানি খ্রীষ্টীয় জীবন “কেবল সঙ্কট”-এর বিকল্প পরিকল্পনা থেকে আরও অধিক। কেননা তুমি আমার মধ্যে বাস করো, আমি তোমাকে আমার ব্যক্তিগত বন্ধু হিসাবে জানতে চাই। সমস্যায় পড়লে কেবল তোমার শরণাপন্ন হওয়ার পরিবর্তে, আমি চাই প্রত্যেক দিন তোমাকে অনুসন্ধান করতে।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon