তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিবিহীন হউক; তোমাদের যাহা আছে, তাহাতে সন্তুষ্ট থাক; কারণ তিনিই বলিয়াছেন, “আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না।” – ইব্রীয় ১৩:৫
আমাদের কয়জন সত্যি বলতে পারি, “আমি কারো উপর হিংসা করছি না অথবা অন্যদের কী আছে সে বিষয়ে পরশ্রীকাতর হচ্ছি না। ঈশ্বর যদি তাদের দিয়ে থাকেন, আমি চাই তারা তা উপভোগ করুক”?
বাক্য বলে, তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিবিহীন হউক; তোমাদের যাহা আছে, তাহাতে সন্তুষ্ট থাক; …(ইব্রীয় ১৩:৫)। আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের পরীক্ষা করেন দেখতে যে আমরা এই পদ অনুসারে জীবনযাপন করছি কিনা।
কখনো কখনো সময় আসে যখন তিনি কাউকে আমাদের সম্মুখে রাখেন যার কাছে ঠিক সেই জিনিসই আছে যা আমরা চাই – কেবল দেখার জন্য যে আমাদের প্রতিক্রিয়া কী। আমার যতক্ষণ না তাঁর এই পরীক্ষায় “আমি তোমার জন্য খুশি কারণ তুমি ধন্য”-তে উত্তীর্ণ হই, আমাদের যা আছে তা ব্যতীত আমাদের আর বেশি কিছু চাই না।
আপনি যদি ঈশ্বরের কাছে কিছু যাঞ্চা করেছেন এবং তিনি এখনও পর্যন্ত সেটি আপনাকে দেননি, নিশ্চিত হোন যে তিনি সেটি আপনার থেকে ধরে রাখছেন না। তিনি সাধারণভাবে কেবল নিশ্চিত হতে চান আপনি যেন আপনার হিংসা ত্যাগ করেন এবং তাঁকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। ঈশ্বর চান আমরা যেন সর্ব বিষয়ে উন্নতিলাভ করি। তিনি চান মানুষ যেন তাঁর ধার্মিকতা এবং কত ভালোভাবে তিনি আমাদের যত্ন নেন তা দেখে। কিন্তু আমাদের ঈশ্বরের আশীর্বাদের থেকেও বেশি তাঁকে পাওয়ার ইচ্ছা থাকতে হবে।
প্রাথমিক প্রার্থনাঈশ্বর,
আমি চাই তুমি আমাকে আমার ঈর্ষা ও লালসার ক্ষেত্রগুলি দেখিয়ে দাও এবং আমাকে সাহায্য করো যেন আমি আমার অগ্রাধিকার সকল পুনর্বিন্যস্ত করতে পারি। আমি তোমার আশীর্বাদের থেকেও বেশি তোমাকে পেতে চাই।