তিনি তোমাদিগকে যীশু খ্রীষ্ট দ্বারা আপনাদের জন্য দত্তকপুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন (আমাদের ভাগ্য, আমাদের জন্য পরিকল্পিত); ইহা তিনি নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন (কেননা এটি তাঁকে সন্তুষ্ট করেছিল এবং তাঁর উদ্দেশ্য ছিল)। – ইফিষীয় ১:৫
আমরা যখন ত্রুটিপূর্ণ তখনও ঈশ্বর আমাদের কেন ভালোবাসেন? কেননা তিনি চান বলে – এটি তাঁকে সন্তুষ্ট করে। আমাদের ভালোবাসা তাঁর স্বভাব, আমাদের পাপে পূর্ণ কাজ সকল যতই হোক না কেন।
ঈশ্বর উত্তম দ্বারা মন্দকে জয় করেন (দ্রষ্টব্য রোমীয় ১২:২১)। তিনি আমাদের উপর তাঁর অসীম অনুগ্রহ ঢেলে দিয়ে এই কাজ করেন যেন আমরা যখন পাপ করি, তাঁর অনুগ্রহ আমাদের পাপের থেকে বড় হয়। আমাদের ভালোবাসা যেমন ঈশ্বরের পক্ষে অসম্ভব নয়, তেমনই আমাদেরও এমন কিছু করা অসম্ভব যেন তিনি আমাদের ভালো না বাসেন।
ঈশ্বর ভালোবাসেন কেননা এটি তাঁর চরিত্র। তিনি প্রেম (দ্রষ্টব্য ১ যোহন ৪:৮)। আমরা যা কিছু করি সবই তিনি হয়ত ভালোবাসেন না, কিন্তু তিনি আমাদের ভালোবাসেন। ঈশ্বরের ভালোবাসা হল সেই শক্তি যা আমাদের পাপ ক্ষমা করে, আমাদের আবেগময় ক্ষত সুস্থ করে এবং আমাদের ভগ্ন হৃদয় জোড়া দেয় (দ্রষ্টব্য গীতসংহিতা ১৪৭:৩)।
ঈশ্বরের ভালোবাসা শর্তহীন; এটি তাঁর উপর নির্ভর করে, আমাদের উপর নয়! আরেকবার উপলব্ধি করুন আপনার কী আছে অথবা কী নেই তার উপর ভিত্তি না করে ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আপনি অবিশ্বাস্য সাফল্য-অর্জনের অভিজ্ঞতা পেতে পারেন। আপনি তাঁর ভালোবাসা পাওয়ার চেষ্টা না করে কেবল এটি গ্রহণ এবং উপভোগ করুন।
প্রাথমিক প্রার্থনা
ঈশ্বর, তোমার ভালোবাসা অবিশ্বাস্য। তোমার ভালোবাসায় মনঃসংযোগ করা আমায় স্মরণ করায় যে এটি তোমার ধার্মিকতার উপর ভিত্তি করে, আমার কাজের উপর নয়। আমার প্রতি তোমার ভালোবাসা গ্রহণ করতে আমাকে সাহায্য করো।