ঈশ্বর আপনার জীবনের লাসারকে জীবিত করতে পারেন

ঈশ্বর আপনার জীবনের লাসারকে জীবিত করতে পারেন

যীশু তাঁহাকে খিলেন, আমি কি তোমাকে বলি নাই যে, যদি বিশ্বাস কর, তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? –যোহন ১১:৪০

স্মরণ করুন লাসারের মৃত্যুর চার দিন পর যীশু যখন মরিয়ম এবং মার্থার সঙ্গে দেখা করতে গেলেন। তিনি অবশেষে সেখানে যখন পৌঁছালেন, মার্থা বলেছিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন, আমার ভাই মরত না (যোহন ১১:২১)।

মার্থা সম্পূর্ণরূপে হাতাশাগ্রস্থ হয়ে পড়েছিল। তারপর, যীশু তাঁকে বললেন, তোমার ভাই আবার জীবিত হবে। মার্থা উত্তরে বলেছিলেন, আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে আবার উঠবে (২৩-২৪ পদ)। আমি মনে করি না যে যীশু যা বলছিলেন তা তিনি বুঝেছিলেন। তিনি ভবিষ্যতের সম্ভাবনা দেখছিলেন, বর্তমানের বাস্তব নয়। তিনি অবস্থার পরিবর্তন আশা করেননি।

আমাদের অনেকেই মার্থার মতন, সমস্যাতে আটকে রয়েছি, বুঝতে পারছি না যে ঈশ্বর পরিস্থিতির পরিবর্তন করতে পারেন। কিন্তু যীশু লাসারকে মৃত্যু থেকে তুলেছিলেন, এবং তিনি আপনার জীবনের “লাসারদের” তুলতে পারেন, যদি তাঁকে আপনার প্রয়োজন পড়ে একটি সম্পর্ক পুনরুদ্ধার করতে, আপনার স্বাস্থ্যে ও অর্থে বিরাট সাফল্য অর্জন করতে, অথবা সেই বাধা সরিয়ে দিতে যা আপনাকে তাঁর ইচ্ছামত আপনার জীবনে এগিয়ে যেতে দিচ্ছে না। আপনার যা কিছু প্রয়োজন থাকুক, ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব!(মার্ক ১০:২৭ পদ দেখুন)

আশা হারাবেন না। বর্তমানে আপনি হয়ত আঘাতপ্রাপ্ত, কিন্তু প্রত্যেক বিপর্যয়ে, ঈশ্বর এক নতুন শুরু করতে পারেন। ঈশব্রে বিশ্বাস রাখুন এবং দেখুন তিনি আপনার জীবনে তাঁর মহিমা দেখাবেন।

প্রাথমিক প্রার্থনা

প্রভু, আমি জানি তোমার মহিমার জন্য তুমি আমার জীবনের প্রত্যেক পরিস্থিতির মধ্যে কাজ করতে পারো। আমার সমস্যার মধ্যে পিছিয়ে পড়ার পরিবর্তে আমি বিশ্বাস করি তুমি আমার জীবনের “লাসারদের” তুলবে।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon