
দাউদ আরও কহিলেন, যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলেষ্টীয়ের হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। তখন শৌল দাউদকে কহিলেন, যাও, সদাপ্রভু তোমার সহবর্তী হইবেন। -১ শমূয়েল ১৭:৩৭
সঙ্কটের সময়ে, সহজে মনে করা যায় যে ঈশ্বর উদ্ধার করতে পারবেন না। আপনার বিশ্বাস দৃঢ় করার জন্য বাইবেলের এই কাহিনিগুলি বিবেচনা করুন যেখানে ঈশ্বর তাঁর সন্তানদের দুর্দশা থেকে উদ্ধার করেছিলেন।
প্রথম শমূয়েল ১৭:৩৭ পদে, দাউদ জানতেন তিনি গলিয়াৎকে পরাজিত করতে পারবেন কেননা ঈশ্বর ইতিমধ্যেই তাঁকে সিংহ এবং ভল্লুক থেকে রক্ষা করেছিলেন।
দানিয়েল ৩ অধ্যায়ে, রাজার আদেশ ছিল তার মূর্তিকে প্রণাম করতে হবে তা শদ্রক, মৈশক ও অবেদ্-নগো অমান্য করে তাঁদের ঈশ্বরের উপাসনা করেছিলেন। তার ফলে, তাঁদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল যেটি সাত গুণ বেশি উত্তপ্ত ছিল কিন্তু ঈশ্বর তাঁদের এই অগ্নিপরীক্ষা থেকে এমনভাবে উদ্ধার করেছিলেন যে তাঁদের কাপড়ে ধোঁয়ার গন্ধও পাওয়া যায়নি! এমনকি তিনি তাঁদের সঙ্গে আগুনের মধ্যে দেখাও দিয়েছিলেন!
দানিয়েল হল ঈশ্বরের সম্মতি এবং উদ্ধার করার ক্ষমতা প্রকাশের একটি উদাহরণ। ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য তাঁকে সিংহের গর্তে ফেলে দেওয়া হয়েছিল। দানিয়েল এমন উদ্ধারের বিষয় জানতেন যে তিনি সেই কঠোর পরীক্ষা থেকে অক্ষত শরীরে বেরিয়ে এসেছিলেন যখন তাঁর শত্রুরা সম্পূর্ণরূপে পরাজিত হয়েছিল (দানিয়েল ৬ অধ্যায় দেখুন)।
আপনি কী এখানে এক প্রবণতা পেয়েছেন? ঈশ্বরের লোক যখন বিশ্বাসে পদক্ষেপ ফেলে সেই কাজ করে যা তারা জানে ঈশ্বর চান তারা করুক তখন ঈশ্বর সাড়া দেন এবং তাদের জয়ী করেন। ঈশ্বর তাঁর সন্তানদের যে কোন পরিস্থিতি থেকে রক্ষা করতে পারেন। আজ জানুন যে তাঁর উদ্ধার করার ক্ষমতা আপনার সমস্যা থেকে বড়।
প্রাথমিক প্রার্থনা
ঈশ্বর, বার বার তুমি তোমার সন্তানদের কষ্ট থেকে উদ্ধার করেছ এবং আমি জানি এখনও তুমি অকৃতকার্য হবে না। আমার পরিস্থিতিতে তুমি ব্যবস্থা নিতে সক্ষম, সেই জন্য আমি তোমার উপর আমার বিশ্বাস রাখছি।