আমি সর্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব; তাঁহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। -গীতসংহিতা ৩৪:১
আমরা সকলেই জানি আমাদের বহুল আশীর্বাদের জন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। ঈশ্বর তাঁর বাক্যে আমাদের কৃতজ্ঞ থাকতে বলেন এবং আমরা আমাদের অভিজ্ঞতার দ্বারা জানতে পারি যে আমরা যখন গুরুত্ব সহকারে ঈশ্বরের প্রশংসা করি, আমাদের বোঝা এবং সমস্যা মনে হয় যেন আমাদের কাঁধে হাল্কা হয়ে যায়।
দাউদ বলেছেন, আমি সর্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব; তাঁহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে…ধার্মিকের বিপদ অনেক (ধারাবাহিকভাবে), কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন (গীতসংহিতা ৩৪:১, ১৯)।
কৃতজ্ঞতার মধ্যে ক্ষমতা আছে। এটি কেবল আমাদের স্বাধীন করতে সাহায্য করে তা নয়, কিন্তু আমরা যখন থামি আর ঈশ্বরকে আমাদের জীবনের সকল আশীর্বাদ যেগুলি আমরা উপভোগ করছি তার জন্য ধন্যবাদ দিই, তখন বাস্তবিক আমরা আরও আশীর্বাদ পেতে থাকি – যার জন্য আমাদের আরও ধন্যবাদ দেওয়া উচিত!
আমি আপনাকে উৎসাহ দিতে চাই যেন আপনি ধন্যবাদ দেওয়া্র জন্য সময় নিতে পারেন। কৃতজ্ঞ হওয়ার অনেক বিষয় আছে এবং আমাদের সেই দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন – প্রত্যেক দিন। গীত রচয়িতার উপদের স্মরণ করুন, …প্রশংসা সহকারে তাঁহার প্রাঙ্গণে প্রবেশ কর; তাঁহার স্তব কর, তাঁহার নামের ধন্যবাদ কর। (গীতংহিতা ১০০:৪)।
প্রাথমিক প্রার্থনাপ্রিয় ঈশ্বর,
কৃতজ্ঞতার ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য। প্রত্যেক দিন আমাকে আশীর্বাদ করার জন্য এবং আমার জীবনে কাজ করার জন্য ধন্যবাদ। আমি জানি যে তোমাকে ছাড়া, আমার কিছুই নেই, তোমার যে ধার্মিকতা আমার প্রতি দেখিয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ।