কেমন করে উত্তম যুদ্ধে যুদ্ধ করতে হয়

কেমন করে উত্তম যুদ্ধে যুদ্ধ করতে হয়

বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ কর; অনন্ত জীবন ধরিয়া রাখ; তাহারই নিমিত্ত তুমি আহূত হইয়াছ এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ। -১ তীমথিয় ৬:১২

আমাদের শত্রুর বিরুদ্ধে আমাদের বিশ্বাসের উত্তম যুদ্ধে যুদ্ধ করতে হবে – কিন্তু কার্যত সেটি কেমন দেখতে হয়? এখানে ছয়টি মূল কৌশল আছেঃ

১। আক্রমনাত্মকভাবে চিন্তা করুন। একজন সেনানায়ক যেমন যুদ্ধের প্রস্তুতি নেয়, পরিকল্পনা করা এবং শত্রুকে কেমন করে ব্যস্ত রাখবে ও তাকে পরাজিত করবে।

২। ঐকান্তকভাবে প্রার্থনা করুন। ইব্রীয় ৪:১৬ আমাদের নির্দেশ করে যেন আমরা ঈশ্বরের সিংহাসনের সামনে দৃঢ় বিশ্বাসে এবং সাহসপূর্বক আসি। তাঁর কাছে দৃঢ় বিশ্বাসে যান এবং তাঁকে বলুন আপনি কী চান।

৩। নির্ভয়ে কথা বলুন। প্রথম পিতর ৪:১১ বলে, যদি কেহ কথা বলে, সে এমন বলুক, যেন ঈশ্বরের বাণী বলিতেছে। আপনাকে এবং আমাকে মন্দ শক্তির বিরুদ্ধে আত্মিক আদেশসূচক স্বর রাখতে হবে।

৪। প্রচুর পরিমাণে দান করুন। আমরা যে প্রকারে দান করি সেই প্রকারে আমরা গ্রহণ করি (লূক ৬:৩৮ পদ দেখুন)। বদান্যতার জীবনযাপন করুন।

৫। একাগ্রচিত্তে কাজ করুন। তোমার হস্ত যে কোন কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা কর (উপদেশক ৯:১০)। পবিত্র আত্মায় নিজেকে সক্রিয় করুন এবং সেই কাজ করুন।

৬। নিঃশর্তভাবে ভালোবাসুন। ঈশ্বরের সন্তান হয়ে, আমাদের অন্যদের ভালোবাসতে হবে যেমন ঈশ্বর আমাদের ভালোবাসেন – নিঃশর্তভাবে এবং আত্মত্যাগ সহকারে।

এই পদক্ষেপগুলি নিন এবং যখন শত্রু আসবে, আপনি ঈশ্বরের শক্তিতে পূর্ণ হবেন – এবং আপনি অপরাজেয় হবেন।

প্রাথমিক প্রার্থনা

প্রভু, তুমি যে উত্তম যুদ্ধের জন্য আমাকে আহ্বান করেছ তা আমি বসে থেকে হারাতে চাই না। আমি যখন অগ্রসর হই, আমাকে দেখিয়ে দিও আমি কেমন করে শত্রুর সঙ্গে যুদ্ধ করার জন্য এই ছয়টি মূল কৌশল প্রয়োগ করতে পারি।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon