কে আপনার প্রকৃত শত্রু?

কে আপনার প্রকৃত শত্রু?

কেননা রক্তমাংসের সহিত নয় (শারীরিক প্রতিপক্ষের প্রতিদ্বন্দ্বীদের), কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের (নিয়ন্ত্রণকারী আত্মাদের) সহিত, স্বর্গীয় স্থানে (অতিপ্রাকৃত) দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। – ইফিষীয় ৬:১২

আপনি কি চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন? আপনার কি কোন বিষয় প্রয়োজন আছে অথচ আপনি নিশ্চিত হতে পারছেন না যে সেটি কোথা থেকে আসবে? আজ অনেক খ্রীষ্টিয়ান গুরুতর কষ্টের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করছেন। কেউ কেউ তাদের কাজ এবং সুবিধা হারিয়েছে। অন্যেরা গুরুতর স্বাস্থ্য সমস্যা নিয়ে কষ্ট করছে এবং নিয়মিত উদ্বেগে রয়েছে যে কোথা থেকে ওষুধের খরচ ও ডাক্তার দেখানোর খরচের সঙ্গে অতিরিক্ত সাধারণ প্রয়োজন যেমন বাসস্থান, খাদ্য ও পোশাকের খরচ মিটাবে।

জগতে অনেক বিষয় আছে যেগুলি আমাদের ভীতি প্রদর্শন করে। কিন্তু আমাদের বৃহত্তম শত্রু – ভীতি – “অস্বাভাবিক” কিছু নয়। ইফিষীয় ৬:১২ পদ আমাদের স্মরণ করায় যে আমরা রক্তমাংসের সঙ্গে যুদ্ধ করছি না, কিন্তু আমাদের আত্মার শত্রুদের সঙ্গে। আমরা যেন আমাদের যুদ্ধের শত্রুদের পরিচয় নিয়ে বিভ্রান্ত না হই।

সৌভাগ্যক্রমে, আমাদের অদৃশ্য ঈশ্বর আমাদের অদৃশ্য শত্রুদের মোকাবিলা করার জন্য অনেক বেশি সক্ষম। আমরা যখন আমাদের জন্য ঈশ্বরের শর্তহীন ভালোবাসা গভীরভাবে বুঝতে পারি, আমরা উপলব্ধি করি যে আমাদের সকল বিষয়ে তিনি যত্ন নেবেন। আপনার অদৃশ্য শত্রুর থেকে আপনাকে ভীত হতে হবে না। ঈশ্বরে বিশ্বাস রাখুন, একমাত্র জন যিনি অন্ধকারের সকল আত্মিক শক্তিকে পরাস্ত করতে পারেন।

প্রাথমিক প্রার্থনা

সদাপ্রভু, কে আমার প্রকৃত শত্রু তা আমায় ভুলে যেতে দিও না এবং তুমি যে সর্বশক্তিমান এটিও আমাকে ভুলতে দিও না। আমি জানি শত্রু আমার পথে যা কিছু ছুড়ে দেবে সেগুলির ব্যবস্থা আমি করতে পারব না, কিন্তু তুমি পারবে।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon