চিন্তা হল স্বার্থপরতার ছদ্মবেশ

চিন্তা হল স্বার্থপরতার ছদ্মবেশ

… আর যাহা কিছু বিশ্বাসমূলক নয়, তাহাই পাপ (ঈশ্বরের অনুমোদনের উপর বিশ্বাস না রেখে কিছু করা হল পাপ)। -রোমীয় ১৪:২৩

প্রায়ই, মানুষ না বুঝে চিন্তার কাছে আত্মসমর্পণ করে, জানেনা যে এটি কত ধ্বংসাত্মক। আপনি যখন এর গভীরে যাবেন, চিন্তা হল পাপ। চিন্তা অবশ্যই বিশ্বাস থেকে আসে না এবং রোমীয় ১৪:২৩ পদ বলে যা কিছু বিশ্বাস থেকে উৎপন্ন ও অগ্রসর হয় না তা হল পাপ।

বেশীরভাগ সময়, চিন্তার ভিত্তি হল নির্দিষ্টভাবে একটি পাপের উপরঃ স্বার্থপরতা। সাধারণত আমরা যখন চিন্তা করি, কেমন করে আমাদের স্বার্থপর ইচ্ছা পূর্ণ হয়নি তার জন্য আমরা উদ্বিগ্ন হই। আপনার যত স্বার্থপর ইচ্ছা থাকবে, আপনার তত বেশি চিন্তা হবে এবং আপনার জীবন আরও জটিল হবে।

ঈশ্বর চান আমরা যেন কেবল তাঁর পরিচর্যা করার প্রতি মনোযোগ দিই।

এটি ঈশ্বরের ইচ্ছা যে আমরা যেন উদ্বেগ এবং পীড়াদায়ক যত্ন থেকে মুক্ত হয়ে আমাদের জীবনযাপন করি। তিনি চান যেন আমরা কোনরকম বিপথে না গিয়ে মুক্ত হয়ে তাঁর পরিচর্যা করি (১ করিন্থীয় ৭:৩৪ পদ দেখুন)। আমরা যেন আমাদের জীবনে তাঁর উদ্দেশ্যকে বিপথে চালিত করার জন্য জগতের উদ্বেগকে সুযোগ না দিই।

ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি এই স্বার্থপর ইচ্ছাকে চিনতে এবং ত্যাগ করতে আপনাকে সাহায্য করেন। এটি আপনার জীবন সরল করবে এবং উদ্বেগকে পরাস্ত করতে সাহায্য করবে। তখন আপনি মনপ্রাণ দিয়ে আপনার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা অন্বেষণ করতে পারবেন।

প্রাথমিক প্রার্থনা

পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে দেখিয়েছ যে চিন্তা হল পাপ। আমাকে সাহায্য কর যেন আমি আমার স্বার্থপর, পাপের বাসনা ত্যাগ করে কেবল আমার জন্য তোমার পরিকল্পনা অন্বেষণ করি।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon