দণ্ডাজ্ঞা প্রয়োজন

দণ্ডাজ্ঞা প্রয়োজন

কেননা প্রভু যাহাকে প্রেম করেন, তাহাকেই শাসন করেন, যে কোন পুত্রকে গ্রহণ করেন, তাহাকেই প্রহার করেন। – ইব্রীয় ১২:৬

আমি কখনো ঈশ্বরের সঙ্গে সহভাগিতার বাইরে থাকতে চাই না। আমার জীবনের প্রত্যেক দিন উত্তীর্ণ হওয়ার জন্য তাঁকে আমাকে পেতেই হবে।

সেই কারণে আমি পবিত্র আত্মার দণ্ডাজ্ঞার জন্য কৃতজ্ঞ। তিনি চান যেন আমি জানতে পারি যে আমি কী করছি যার জন্য ঈশ্বর দুঃখিত হচ্ছেন অথবা আমাদের যোগাযোগ ও সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করছে।

তিনি আমাকে দণ্ডাজ্ঞা দেন এবং বোঝান যে কী সঠিক।

আমরা আমাদের সন্তানদের যত ভালোবাসি, ঈশ্বর আমাদের তার চেয়েও বেশি ভালোবাসেন এবং তাঁর ভালোবাসায় তিনি আমাদের শাসন করেন। আমরা যখন ভুল পথে চলি তিনি আমাদের সেই বিষয় বলে দেন। যদি দরকার হয়, তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পনেরোটি ভিন্ন পদ্ধতিতে বলতে পারেন।

তাঁর দণ্ডাজ্ঞা মিশ্রিত ভালোবাসার বার্তা সর্বস্থানে আছে। তিনি চান যেন আমরা তাঁর কথা শুনি কারণ তিনি আমাদের ভালোবাসেন। কিন্তু আমরা যদি আমাদের পথে জিদ ধরে থাকি, তিনি আমাদের সকলের থেকে বিশেষ অধিকার এবং আশীর্বাদ আটকিয়ে দেবেন কারণ তিনি চান আমাদের যেন বৃদ্ধি হয় এবং আমাদের জন্য যা সর্বশ্রেষ্ঠ তা আমরা পাই।

স্মরণে রাখবেন, আপনি যদি দণ্ডাজ্ঞা মেনে নেন, এটি আপনাকে পাপ থেকে তুলে বের করে ঈশ্বরের হৃদয়ে ফিরিয়ে আনবেন।

দণ্ডাজ্ঞা যেন আপনাকে ঈশ্বরে এক নতুন স্তরে নিয়ে যায় সেই সুযোগ দিন। এটির প্রতিরোধ করবেন না, এটি গ্রহণ করুন!

প্রাথমিক প্রার্থনাসদাপ্রভু,

আমি জানি তুমি আমাকে ভালোবাসো এবং আমার মধ্যে যা শ্রেষ্ঠ তা-ই তুমি চাও। আমি পাপ করি অথবা ভুল করি আমাকে সংশোধন এবং শাসন করার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমি চাই তোমার কাছে থাকতে চাই, যত কাছ সম্ভব, সেইজন্য আমাকে সাহায্য করো যেন তোমার ও আমার মাঝে কিছু না আসে।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon