প্রকৃত আনন্দ

প্রকৃত আনন্দ

“সকল বিষয়ে আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইয়াছি যে, এই প্রকারে পরিশ্রম করিয়া দুর্বলদিগকে সাহায্য করিতে হইবে এবং প্রভু যীশুর বাক্য স্মরণ করা উচিত, কেননা তিনি আপনি বলিয়াছিলেন, ‘গ্রহণ করা অপেক্ষা বরং দান ধন্য হইবার বিষয়।'” – প্রেরিত ২০:৩৫

বহু বছর আগে আমার কোন ধারণা ছিল না যে অন্যদের দেওয়ার ক্ষেত্রে ঈশ্বর কত দৃঢ়ভাবে অনুভূত হন। এর আগে, আমি স্বার্থপর, “আমি-প্রথমে” জীবনযাপন করতাম। আমি খুশি পাওয়ার জন্য প্রতিনিয়ত লড়াই ও সংগ্রাম করতাম, কিন্তু আমি সর্বদা নিজেকে জরাজীর্ণ, অবসাদগ্রস্ত এবং নিশ্চিত অখুশি অবস্থায় পেতাম।

যাহোক, ঈশ্বর আমাকে প্রকৃত আনন্দ সম্বন্ধে কয়েকটি বিষয় শিক্ষা দেন। একবার আমি খুঁজে বের করেছিলাম যে আনন্দ হল অন্য মানুষের জন্য ভালো কিছু করার উপজাত, আমি এমন একটি জীবনধারা অবলম্বন করতে শুরু করলাম যখন ইচ্ছাকৃতভাবে অন্য মানুষদের সাহায্য করার পন্থা খুঁজতাম – প্রত্যেকদিন।

বাইবেল বলে প্রেরিত ২০:৩৫ পদে, “সকল বিষয়ে আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইয়াছি যে, এই প্রকারে পরিশ্রম করিয়া দুর্বলদিগকে সাহায্য করিতে হইবে এবং প্রভু যীশুর বাক্য স্মরণ করা উচিত, কেননা তিনি আপনি বলিয়াছিলেন, ‘গ্রহণ করা অপেক্ষা বরং দান ধন্য হইবার বিষয়।'”

এটি বিস্ময়কর। গ্রহণ করার চেয়ে দান করায় বেশি আনন্দ হয়? উপর উপর এর কোন মানে হয় না। আমরা এক পৃথিবীতে বাস করি যেখানকার সংস্কৃতি গ্রহণের দ্বারা অন্ধকারাচ্ছন্ন। অনেক সময়, আমরা মানুষের দিকে দেখি যাদের প্রচুর জিনিস আছে এবং চিন্তা করি, তারা নিশ্চয়ই প্রকৃত খুশি।কিন্তু প্রকৃত আনন্দ আসে অন্যদের দাওয়ার জীবনধারার মাধ্যমে। এখন, এর অর্থ এই নয় যে আপনাকে লক্ষ লক্ষ দান করতে হবে। ঈশ্বর কেবল চান আপনার যা আছে তা দান করুন। আমি কখনো সেই রকম মানুষ হতে চাই না যে বলে, “বেশ, আমি যথেষ্ট করছি, আমি সন্তুষ্ট।” বাস্তবে, সেটি কখনো সন্তুষ্টি আনতে পারে না। না, আমি যতজন মানুষকে সম্ভব সাহায্য করতে চাই। আজ, কাউকে খুঁজুন যাকে আপনি দান করতে পারবেন। আপনার উপহার কত বড় কিংবা ছোট তা কোনো ব্যাপার নয়, সেটি হতে পারে অর্থ, সময় অথবা উৎসাহ দান, কেবল আপনার যা আছে তা দান করুন। দান করার মাধ্যমে যে প্রকৃত আনন্দ তার অভিজ্ঞতা লাভ করুন।

প্রাথমিক প্রার্থনা

ঈশ্বর, আমি জানি প্রকৃত আনন্দ গ্রহণ করার নয় কিন্তু দান করার মাধ্যমে আসে। আমি সেই প্রকৃত আনন্দের জীবনযাপন করতে চাই যা আমার স্বার্থপর আকাঙ্ক্ষা ভুলে যাওয়া এবং যারা আমার চতুর্দিকে আছে তাদের দান করার জন্য অন্বেষণ করার মাধ্যমে আসে।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon