তোমরা পরস্পরের প্রতি একমনা হও, উচ্চ উচ্চ বিষয় (উন্নাসিক, অহঙ্কারী, স্বতন্ত্র) ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলের (মানুষ, বস্তু) সহিত আকর্ষিত হও। আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না। – রোমীয় ১২:১৬
ভালোবাসার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো নিঃস্বার্থপরতা, যেটি রোমীয় ১২:১৬ পদ চিহ্নিত করেছে অন্যদের প্রয়োজন ও আকাঙ্ক্ষা অনুসারে সমন্বয় করা ও খাপ খাইয়ে নেওয়ার ইচ্ছারূপে।
যে সকল মানুষ পবিত্র শাস্ত্রের এই অংশটির অর্থ করায়ত্ত করেছে এবং আদের জীবনে প্রয়োগ করেছে তারা শিখেছে ভালোবাসায় হ্রাস পাওয়া কী। তারা স্বার্থপর নয়। তারা অন্যের প্রতি সমন্বয় করতে ও খাপ খাইয়ে নিতে শিক্ষা পেয়েছে।
অপরদিকে, যে সকল মানুষ নিজেদের বিষয় উচ্চ ধারণা পোষণ করে তারা অন্যদের সঙ্গে খাপ খাইয়ে নিতে কষ্ট বোধ করে। তাদের নিজেদের সম্বন্ধে ফুলানো মতামতের ফলে তারা অন্যদের “ছোট” এবং “কম গুরুত্বপূর্ণ” রূপে দেখে। তারা স্বার্থপরের মতন আশা করে যে অন্যেরা তাদের সঙ্গে খাপ খাওয়াবে, কিন্তু তারা প্রায়শই অন্যদের প্রতি ক্রুদ্ধ কিংবা বিপর্যস্ত না হয়ে সহনশীল হতে পারে না।
আপনি কেমন ধরনের ব্যক্তি? আমি আগে স্বার্থপর ছিলাম, কিন্তু বর্তমানে আমি আপনাকে অভিজ্ঞতা থেকে বলছি নিঃস্বার্থভাবে জীবনযাপন করলে সেটি হয় আরও তৃপ্তিকর জীবন। একজন প্রকৃত খ্রীষ্টিয়ানের ট্রেডমার্ক হলো অন্যদের সঙ্গে খাপ খাইয়ে নাওয়ার ক্ষমতা। আপনি কি আজ নিঃস্বার্থভাবে কারো সঙ্গে খাপ খাইয়ে নেবেন?
প্রাথমিক প্রার্থনা
ঈশ্বর, আমাকে প্রতিদিন দেখিয়ে দাও কেমন করে অন্যের সঙ্গে খাপ খাওয়াব। আমি নিঃস্বার্থ হতে চাই এবং যখন পারব তখন অন্যদের প্রয়োজন মিটানোর জন্য তাদের সঙ্গে খাপ খাইয়ে নেব। তোমার ভালোবাসা নিয়ে তাদের কাছে কেমন করে পৌঁছাব তা আমাকে দেখিয়ে দাও।