প্রকৃত ভালোবাসা দিতে বাধ্য

প্রকৃত ভালোবাসা দিতে বাধ্য

ইহাতেই প্রেম আছে; আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম, তাহা নয়; কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন, এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন (খুব বেশি), তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। – ১ যোহন ৪:১০-১১

প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যেন তাদের ভালোবাসা এবং গ্রহণ করা হয়। কিন্তু আমাদের অনেকে ভুল পথে ভালোবাসা পাওয়ার চেষ্টা করি। আমরা এটি পাওয়ার মাধ্যমে অন্বেষণ করার চেষ্টা করি, কিন্তু এটি দাওয়ার মাধ্যমে পাওয়া যায়। ঈশ্বরের ভালোবাসা হল সেই সর্বশ্রেষ্ট উপহার যা আমাদের দেওয়া হয়। একবার এটি আমাদের কাছে প্রবাহিত হয়ে আসে, আমাদের থেকে এটি অন্যদের কাছে প্রবাহিত হওয়া প্রয়োজন; নতুবা এটি স্থির হয়ে যায়।

ভালোবাসায় দাওয়া আবশ্যক কারণ এটি তার স্বভাব। প্রথম যোহন ৪:১১ সবার দৃষ্টি আকর্ষণ করে যে আমরা কেমন করে ভালোবাসা দান করব যেটি আমরা গ্রহণ করি – প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন (খুব বেশি), তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য।

ঈশ্বরের প্রকৃত ভালোবাসায় জীবনযাপন করা হল একটি প্রক্রিয়া। প্রথমত, ঈশ্বর আমাদের ভালোবাসেন, এবং বিশ্বাসে আমরা তাঁর ভালোবাসা গ্রহণ করি। তারপর আমরা নিজেদের এক সুষম উপায়ে ভালোবাসি, ঈশ্বরকে ভালোবাসা ফিরিয়ে দিই এবং অন্যদের ভালবাসতে শিখি।

ভালোবাসা এই পথে চলা উচিত নতুবা এটি সম্পূর্ণ হয় না। একবার আমরা যখন আমাদের মধ্যে ঈশ্বরের ভালোবাসা পাই, আমরা সেটি দিয়ে দিতে পারি। আমরা অন্যদের প্রচুর পরিমাণে ভালোবাসা দেওয়া মনোনয়ন করতে পারি। আমরা তাদের গভীরভাবে এবং নিঃশর্তভাবে ভালোবাসতে পারি যেমন ঈশ্বর আমাদের ভালোবেসেছেন।

প্রাথমিক প্রার্থনা

সদাপ্রভু, আমি চাই না যে আমার মধ্যে তোমার ভালোবাসা নিশ্চল হয়ে যাক। আমাকে কেবল তোমার ভালোবাসা গ্রহণ করা নয়, কিন্তু সেই প্রক্রিয়া সম্পন্ন করে অন্যদের প্রচুর পরিমাণে ভালোবাসা দেওয়া মনোনয়ন করতে আমাকে সাহায্য করো।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon