প্রত্যেককে আলাদা করে ভালোবাসুন

প্রত্যেককে আলাদা করে ভালোবাসুন

আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত; তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। – গীতসংহিতা ১৩৯:১৪    

বাইবেল বলে আমরা ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত। আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বর সময় ব্যয় করেন এবং তাঁর সৃজনশীলতা ব্যবহার করেন, অতএব তিনি আমাদের সকলকে একই রকম করে সৃষ্টি করেছেন তার কোন কারণ নেই, তাই না কি?

দুর্ভাগ্যবশত, কখনও কখনও আমরা অন্যদের ভালোবাসতে চেষ্টা করি যেন তারা সকলে একই।

আপনি লক্ষ্য করবেন সব মানুষ আপনার কাছ থেকে একই জিনিস চায় না। উদাহরণস্বরূপ, আপনার একটি সন্তান হয়ত অন্য সন্তানের থেকে আপনার ব্যক্তিগত সময়ের বেশি সময় প্রয়োজন হয়। একজন বন্ধুর হয়ত অন্যের চেয়ে নিয়মিত ভিত্তিতে বেশি উৎসাহের প্রয়োজন। কিছু মানুষের ভিন্ন ধরনের ভালোবাসার প্রয়োজন আছে।

ব্যক্তিগত পছন্দ ও মতামতকে সম্মান জানানো খুবই গুরুত্বপূর্ণ। স্বার্থপর মানুষ আশা করে অন্যেরাও তাদের মতন হবে, কিন্তু ভালোবাসা মানুষের পার্থক্যকে সম্মান করে। ঈশ্বর যদি চাইতেন যে আমরা এক রকমই হই, তিনি আমাদের প্রত্যেককে আলাদা আলাদা আঙ্গুলের ছাপ দিতেন না। আমি বিশ্বাস করি এই সত্যটিই প্রমাণ করে যে আমরা সমানভাবে সৃষ্ট, কিন্তু ভিন্ন।

আমাদের প্রত্যেকের বিভিন্ন দান ও তালন্ত আছে, ভিন্ন পছন্দ ও অপছন্দ, জীবনে ভিন্ন লক্ষ্য এবং ভিন্ন প্রেরণা। একজন প্রেমময় ব্যক্তি অন্যদের বিভিন্নতাকে সম্মান করে এবং উৎসাহ দেয়।

প্রাথমিক প্রার্থনাঈশ্বর,

আমাকে সাহায্য করো যেন আমি অন্যের বিভিন্নতাকে মূল্য দিই এবং তারপর সেই অনুযায়ী তাদের ভালোবাসি। আমরা সকলে ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত। প্রত্যেক ব্যক্তিকে বিস্ময়কররূপে সৃষ্টির করে আমার জীবনে স্থাপন করার জন্য তোমাকে ধন্যবাদ দিই।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon