…আমি যে অবস্থায় থাকি, তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি (সেই বিন্দু পর্যন্ত যেখানে আমি বিরক্ত হই না অথবা সমস্যা সৃষ্টি করি না)। – ফিলিপীয় ৪:১১
বাইবেল আমাদের শিক্ষা দেয় যে কোন পরিস্থিতি আসুক না কেন তাতে যেন সন্তুষ্ট থাকি। প্রেরিত পৌল লিখেছেন, এই কথা আমি অনটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি, তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি (সেই বিন্দু পর্যন্ত যেখানে আমি বিরক্ত হই না অথবা সমস্যা সৃষ্টি করি না)।
সন্তুষ্টি হল আপনাদের যা কিছু আছে তাতেই আনন্দে থাকার একটি সিদ্ধান্ত। দুর্ভাগ্যবশত, আমরা সাধারণত অনেক দিন ধরে অসন্তুষ্ট হয়ে জীবনযাপন করার পর সন্তুষ্ট হতে শিখি এবং অবশেষে বলি, “সদাপ্রভু, আমি এইভাবে আর জীবনযাপন করতে চাই না।” কিন্তু এটি সেইরকম হতে হবে না।
আপনি প্রত্যেক দিন সন্তুষ্ট হওয়া মনোনয়ন করতে পারেন। আপনার সারা জীবনে যা বস্তুগত অধিকার আপনি হয়ত জমিয়েছেন তার থেকেও এটি মূল্যবান।
পৌল ১ তীমথিয় ৬:৬ পদে পরিষ্কার করে লিখেছেন যে বাস্তবিকই ভক্তি, সন্তোষযুক্ত হইলে (যে সন্তুষ্টি হল অভ্যন্তরস্থ সচ্ছলতার অনুভূতি), মহালাভের উপায়। আমাদের কী নিশ্চিতরূপে খুশি করবে? প্রত্যেকদিন সদাপ্রভুতে সন্তুষ্ট থাকা মনোনয়ন করা। ঈশ্বরকে বলা, “সদাপ্রভু, আমি কেবল চাই যা তুমি আমাকে দিতে চাও,” এবং এটিই প্রকৃত শান্তি ও স্থায়ী সুখের একমাত্র উপায়।
প্রাথমিক প্রার্থনা
সদাপ্রভু, তুমি আমার জন্য যা চাও আমি কেবল সেটিই চাই। প্রেরিত পৌলের মতন, আমি প্রত্যেক পরিস্থিতিতে সন্তুষ্ট হওয়া মনোনয়ন করছি।