বিক্ষেপ অপসরণ

বিক্ষেপ অপসরণ

কিন্তু তোমরা প্রথমে তাঁহার রাজ্য ও তাঁহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে। – মথি ৬:৩৩

শয়তানের অন্যতম ধূর্ত অস্ত্র হল চিত্তবিক্ষেপ করা। সে জানে আমরা যদি জাগতিক বিষয় দ্বারা বিক্ষিপ্ত হই, যা খুব স্বাভাবিক, আমরা ঈশ্বরের সঙ্গে সময় অতিবাহিত করা অবহেলা শুরু করব।

আমাদের বিশ্বস্ত রাখার জন্য এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সহভাগিতা ও যোগাযোগ রক্ষার কারণে, কখনও কখনও ঈশ্বর চান যেন আমরা চিত্তবিক্ষেপ সরিয়ে দিই যা আমাদের তাঁর থেকে পৃথক করে, এমনকি এটি যদি ব্যাথাও দেয়।

উদাহরণ স্বরূপ, আমাদের পেশা কিংবা অর্থের প্রতি আকাঙ্ক্ষা কিংবা উচ্চ সামাজিক অবস্থা ঈশ্বরকে সন্তুষ্ট করার পরিবর্তে আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমাদের অগ্রাধিকার সঠিক করা প্রয়োজন। অথবা কোন এক সম্পর্ক ঈশ্বরের সঙ্গে আপনার সময় অতিবাহিত করায় ব্যাঘাত সৃষ্টি করে এবং ঈশ্বরের থেকেও বেশি সেই ব্যক্তির মনোযোগ ও অনুমোদন আপনি আকাঙ্ক্ষা করেন। যে কোন পরিস্থিতিতে শেষ কথা অথবা আপনার জীবনের ইচ্ছা যা আমাদের পবিত্র আত্মার পরিচালনা অথবা ঈশ্বরের জন্য জীবনযাপন করা থেকে সরিয়ে রাখে তা হল এক অস্বাস্থ্যকর চিত্তবিক্ষেপ যেটি আমাদের পক্ষে ভালো নয়। ঈশ্বর চান যেন আমরা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হই, চিত্তবিক্ষেপ দ্বারা নয়। সুতরাং আজ, জীবনের সকল চিত্তবিক্ষেপ দূরে সরিয়ে রাখুন এবং ইচ্ছাপূর্বক ঈশ্বরের প্রতি মনঃসংযোগ করুন। আপনি যখন সমস্ত হৃদয় দিয়ে প্রথমে ঈশ্বরের চেষ্টা করেন, আপনি তাঁকে পাবেন। তিনি সর্বদা আপনার জন্য অপেক্ষা করছেন।

প্রাথমিক প্রার্থনাপ্রভু,

আমার জীবন থেকে সকল চিত্তবিক্ষেপ সরাতে আমাকে সাহায্য করো, এমনকি এটি যদি ব্যাথাও দেয়। এই সব থেকেও বেশি করে তোমার অন্বেষণ করতে এবং আমার দৈনন্দিন জীবনে পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হতে আমাকে সাহায্য করো। আমি তোমার জন্য বাঁচতে চাই!

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon