আমরা … সমুদয় চিন্তাকে বন্দি করিয়া খ্রীষ্টের (মশীহ, সেই অভিষিক্ত জন) আজ্ঞাবহ করিতেছি। -২ করিন্থীয় ১০:৫
খ্রীষ্টিয়ান হিসাবে, আমাদের মাথায় যে সকল চিন্তা আসে প্রত্যেকটি গ্রহণ করতে হবে না। পরিবর্তে, আমাদের প্রত্যেকটি চিন্তা শাস্ত্রের মান অনুসারে পরীক্ষা করা উচিত, যেমন উপরের পদটি আমাদের করতে বলছে।
এখানে একটি বাস্তব উদাহরণঃ আপনার অনুভূতিকে যদি কেউ আঘাত করে, সেই মুহূর্তে সিদ্ধান্ত নিন যে আপনি তাদের প্রতি কখনও বিরক্ত হবেন না। সেটি কেবল শয়তানকে তিক্ততার বিজ বপন করতে সুযোগ করে দেয়।
পরিবর্তে, আপনি নেতিবাচক চিন্তা প্রত্যাখ্যান করতে পারেন এবং আপনার শান্তি ও আনন্দ থেকে আপনাকে বঞ্চিত করার সুযোগ দেবেন না।
ঈশ্বরের প্রতি ফিরুন এবং বলুন, “পিতা, তোমার শক্তি আমার প্রয়োজন। বিশ্বাসে আমি তোমার অনুগ্রহ গ্রহণ করা মনোনয়ন করছি যেন যারা আমার প্রতি খারাপ ব্যবহার অথবা অন্যায় করেছে তাদের ক্ষমা করি। আমি তোমাকে অনুরোধ করছি যে তাদের আশীর্বাদ করো এবং আমাকে জীবনে চলতে সাহায্য করো। যীশুর নামে চাই, আমেন।”
আমাদের মন যখন ঈশ্বরের বাক্য দ্বারা নূতন হয়, আমাদের চিন্তা শাস্ত্র অনুসারে পরিবর্তিত হয়। তারপর, প্রতিদিন, আমাদের চিন্তার চতুর্দিকে ঈশ্বরীয় বেড়া প্রতিষ্ঠিত এবং শক্তিশালী হয়। এই সীমারেখা কেবল মাত্র শত্রুর প্রতারণা আটকায় না, কিন্তু আপনাকে এক আরও আনন্দদায়ক, ঈশ্বরীয় জীবনযাপন করতে সাহায্য করে।
প্রাথমিক প্রার্থনা
প্রভু, আমি কেবল সঠিক চিন্তাকে গ্রহণ করতে চাই যেগুলি তোমার চিন্তাধারে এবং বাক্যের সঙ্গে একমনা। শত্রু যখন একটি মন্দ চিন্তা আমার মনে নিয়ে আসে তখন আমাকে সতর্ক কোরো যেন তোমার বাক্য যা বলে সেই অনুসারে আমি কাজ করি এবং তোমার প্রতি বাধ্যতায় তাকে বন্দি করি।