সত্য আপনাকে স্বাধীন করবে

সত্য আপনাকে স্বাধীন করবে

আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। – যোহন ৮:৩২

অবশেষে, আমরা যা চিন্তা করি এবং সত্য বলে মনে করি তার বাইরে আমরা কখনো যেতে পারব না।

অনেক মানুষ আজও আছে যারা যুক্তিপূর্বক চিন্তা করার বিষয়ে মাথা ঘামায় না, তারা যা বিশ্বাস করে  অবশেষে সেই ভ্রান্ত বিশ্বাস নিয়ে তাদের সম্পূর্ণ জীবন অতিবাহিত করে। যে কোন সংবাদ মাধ্যম, কোন খ্যাতিসম্পন্ন ব্যক্তি অথবা এক দল বন্ধু হঠাৎ যা বলে সেটিই তাদের কাছে “সত্যি” হয়ে যায়।

নিজে ঈশ্বরের বাক্য অনুসন্ধান করার পরিবর্তে অন্যেরা যা বলছে সেই কথা বিশ্বাস করলে প্রকৃতপক্ষে আপনাকে সীমিত করবে এবং এমনকি ঈশ্বর যা করার জন্য আপনাকে সৃষ্টি করেছেন সেই কাজও আপনাকে করতে বাধা দেবে। কিন্তু, আপনি যদি সত্যের জন্য চেষ্টা করেন, তাকে আগ্রহের সঙ্গে গ্রহণ করুন এবং আপনার জীবন তার উপর গড়ে তোলেন, আপনি প্রত্যেক প্রচেষ্টায় সাফল্য পাবেন।

আপনি যদি ঈশ্বরের সত্যের লক্ষে স্থির থাকেন, আপনাকে তাঁর সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে প্রত্যেক দিন  যোগাযোগ স্থাপন করতে হবে। আমি আপনাকে যথেষ্ট দৃঢ়তার সঙ্গে অনুরোধ করতে পারি না যেন আপনি সারাদিন ঘনঘন প্রার্থনায়, তাঁর বাক্য পড়ে, আরাধনায় এবং কেবল তাঁর উপস্থিতি ও পরিচালনা স্বীকার করে তাঁর সঙ্গে যোগাযোগ করেন।

আপনি যখন ঈশ্বরকে জানবেন, আপনি সত্য জানবেন। তাঁর সত্যে থাকলে আপনার জীবনে শান্তি, স্বাধীনতা এবং আনন্দ আসবে।

প্রাথমিক প্রার্থনাঈশ্বর,

যা কিছু সত্য আমি আমার চিন্তায় এবং বিশ্বাসে তার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। তুমিই কেবল  একমাত্র সত্যের উৎস। আমি যখন তোমার সঙ্গে যোগাযোগ স্থাপন করে সময় অতিবাহিত করি, তোমার সত্য আমাকে দেখাও এবং তাতে পরিচালিত করো।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon