হতাশার সঙ্গে মোকাবিলা

হতাশার সঙ্গে মোকাবিলা

অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও; কিন্তু দিয়াবলের প্রতিরোধ কর, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। -যাকোব ৪:৭

বহু খ্রীষ্টিয়ান নিরুৎসাহিত এবং বিষণ্ণ হয়ে জীবনের পথের পাশে শুয়ে আছে কেননা হতাশার সঙ্গে কেমন করে মোকাবিলা করতে হয় তা তারা শেখেনি। কিন্তু ঈশ্বরের ইচ্ছা নয় যে আপনি আজ – অথবা কোনদিন – এক হতাশ, বিষণ্ণ ও নিরুৎসাহ জীবনযাপন করেন।

যীশুর পার্থিব পরিচর্যা কাজের কিছু অংশ ছিল পবিত্র আত্মার অভিষেকে বিভিন্ন স্থানে যাওয়া এবং যারা শয়তান দ্বারা নির্যাতিত তাদের মুক্ত করা। সর্বস্থানে হতাশাগ্রস্থ মানুষ নতুন আশা পেয়েছিল যখন যীশুর শক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সেই একই শক্তি আজও আমাদের কাছে লভ্য।

নিজেকে হতাশা থেকে রক্ষা করার জন্য সেই শক্তি ব্যবহার করুন ঈশ্বরের প্রতি মনোযোগ দিয়ে, তাঁর প্রতিজ্ঞাগুলি ধ্যান করে, তাঁর বাক্য স্বীকার করে এবং নিজেকে ও নিজের পরিস্থিতি প্রার্থনায় তাঁর কাছে নিবেদন করে। যীশুর মাধ্যমে, আপনাকে টেনে নামানোর জন্য শত্রুর প্রচেষ্টার সঙ্গে আপনি যুদ্ধ করতে পারবেন, তাকে ধমক দিয়ে যেন সে আপনাকে ধ্বংস করতে না পারে।

শয়তান যখন আপনার দিকে এক পদক্ষেপ নেয়, আপনি ঈশ্বরের সঙ্গে এতো আত্মিকভাবে একমনা হতে পারেন তাতে আপনি উপলব্ধি করতে পারবেন যে সে কী করতে যাচ্ছে, তাকে প্রতিরোধ করুন এবং সে পালাবে। যীশুর শক্তি আপনার কাছে লভ্য হওয়ায়, তার পালানো ছাড়া কোন উপায় নেই।

প্রাথমিক প্রার্থনাঈশ্বর,

অবস্থার অবনতি এবং নিরুৎসাহের বিষয় আমার পথে আসতে পারে, কিন্তু আমি হতাশ হব না। আমি যখন তোমার সঙ্গে একমনা হব, প্রতিবার আমি শয়তানের প্রতিরোধ করব এবং তাকে ব্যতিব্যস্থ করব।

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon